মুর্শিদাবাদে ‘উল্কার গতিতে’ ভাঙন ধরাচ্ছেন শুভেন্দু অধিকারী, বাদ যাচ্ছে না কোনো দলই

সামনের মাসে থেকেই রাজ্যে সরকারি ভাবে পঞ্চায়েত নিবার্চনে প্রচার চলবে বলে জানাযায়। এবার
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় দল বদলের ধারা অব্যাহত । দলবদলের তালিকায় বিধায়ক ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য, লোকাল কমিটির সম্পাদক কেউই বাদ পড়েননি। উল্লেখ্য কান্দির বিধায়ক অপূর্ব সরকার কদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লায়লি মণ্ডল, সিপিএমের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অরূপ ঘোষ, সাগরদিঘি ব্লকের মণিগ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য আজাদ-সহ দুই শতাধিক কর্মী। সম্প্রতি মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলেন যতদিন না বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে পাচ্ছেন ততদিন স্বস্তি নেই। আর এই কথা বলার পর থেকেই একে একে বিরোধী শিবির থেকে সদস্য চলে আসছে শাসক শিবিরে।

Comments