এগারো বছর পর মুক্তি পেল শর্ট ফিল্ম "বলিদান"

এগারো বছর পর মুক্তি পেল শর্ট ফিল্ম "বলিদান"-নিজস্ব প্রতিবেদক:কলকাতা:---- প্রায় এগারো বছর আগে ২০০৭ সালে পরিচালক রাজকুমার দাস মাত্র ৫  মিনিটের শর্ট ফিল্ম "বলিদান" তৈরি করেছিলেন। ছবিটির মূল বিষয়বস্তু ছিল  প্রেম ভালোবাসা কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়।হিন্দু মুসলিম একই বৃন্তে দুইটি কুসুম,মানুষই মানুষের বড় পরিচয়।কিন্তু সমাজে অন্ধ কুসংস্কার  ধর্মের নামে জাতপাতের বিভেদ .....যার ফলে বলি হতে হয় কতইনা যুগল কে।ছবিটি উক্ত ২০০৭ সালে কলকাতা দূরদর্শন ডিডি বাংলা চ্যানেলে সম্প্রসারিত হয়,এবং ত্রয়োদশ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়। দীর্ঘ এগারো বছর পর রাজকুমার দাসের স্বল্প সময়ের ছবিটি ইউ টিউবে২০শে মার্চ "চিত্রসাথী ফিল্মস" এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল।ছবির চিত্রগ্রহণে কৈলাস আগারওয়াল,সম্পাদনায় -অরিন্দম ঘোষ,চরিত্র রূপায়ণে বর্ষীয়ান অভিনেতা সমীর মুখার্জির পাশাপাশি বিশ্বজিৎ হালদার,অঙ্কিতা,কোয়েল কর্মকার,সান ওয়ার খান, প্রীতম,আকাশ,সুদিপা মন্ডল সহ একঝাঁক নবীনদের অভিনয় করতে দেখা গেছে। পরিচালক রাজকুমার দাস এখন স্বল্প ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম।তার ছবির বিষয়বস্তু খুবই ভালো।

Comments